পোল্যান্ডের সাগর পাড়ে আজব দৃশ্য, যে রহস্য জানালেন আহমাদুল্লাহ
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:০৩
ছবি : ভিডিও থেকে নেওয়া
পোল্যান্ড—ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র ও ঐতিহাসিক অঞ্চল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান ইহুদিরা এই দেশ দখল করে।
পর্যটন ভূমি হিসেবে পোল্যান্ড বিশ্বজুড়ে বেশ সমাদৃত। সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ দেশটির মিসড্রয় শহর ভ্রমণ করেছেন। এ ভ্রমণে তিনি শহরটির অদূরে বাল্টিক সাগর পাড়ে একটি আজব দৃশ্যের দেখা পেয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই দৃশ্যের ভিডিও পোস্ট করেছেন তিনি।
আহমাদুল্লাহর পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, বাল্টিক সমুদ্র সৈকতের বুকচিরে একটি বিশাল ব্রিজ রয়েছে। এই ব্রিজে দাঁড়িয়ে রয়েছেন তিনি ও তার ভ্রমণ সঙ্গীরা। ব্রিজের প্রায় দুই কিলোমিটারজুড়ে র্যালিংয়ের সঙ্গে হাজার হাজার তালা ঝুলিয়ে রেখেছে প্রেমিকযুগল। প্রতিটি তালাতেই আবার সুন্দরভাবে তাদের নাম লেখা রয়েছে।
কেন এসব তালা ঝুলানো হয়েছে— রহস্য জানাতে গিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘ পোল্যান্ডের প্রেমিকযুগল তালাগুলোতে তাদের নাম লিখে রেলিংয়ের সঙ্গে তালা মেরে দেন। তারা মনে করেন, এর মাধ্যমে তাদের সম্পর্ক ওই তালার মতো লেগে যাবে এবং অটুটু থাকবে, কখনোই ভাঙবে না।’
আজব এই কুসংস্কার দেখে বিস্ময় প্রকাশ করে আহমাদুল্লাহ বলেন, ‘এ ধরনের বিশ্বাস আমাদের দেশেও আছে। তবে আমি অবাক হয়েছি যে, উন্নত দেশ ইউরোপের বিজ্ঞানমনস্ক এত মানুষের মাঝেও এরকমের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আছে!’
আস-সুন্নাহর চেয়ারম্যান বলেন, ‘এই কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস থেকে ইসলাম আমাদের মুক্ত রেখেছে, আলহামদুলিল্লাহ! আমরা সেই ইসলামের অনুসারী যে ইসলাম কোনো কুসংস্কার কিংবা মনগড়া বিশ্বাসে আমাদেরকে বিশ্বাসী হওয়ার সুযোগ রাখেনি।’
ভালো-মন্দ সবকিছু আল্লাহর ফয়সালার ওপর নির্ভর করে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের কাজ হলো শুধুমাত্র পরিশ্রম করা। চেষ্টা চালিয়ে যাওয়া।’
এটিআর/