Logo
Logo

খেলা

মোহামেডানকে হারিয়ে চ্যালেঞ্জ কাপ জিতল বসুন্ধরা কিংস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৯

মোহামেডানকে হারিয়ে চ্যালেঞ্জ কাপ জিতল বসুন্ধরা কিংস

ছবি : সংগৃহীত

নিজেদের মাঠে বরাবরই অপ্রতিরোধ্য বসুন্ধরা কিংস। প্রতিপক্ষ মোহামেডানের বিপক্ষে আরও একবার তা প্রমাণ করল গেল বারের ট্রেবলজয়ীরা।

বসুন্ধরা কিংস ঘরোয়া ফুটবলে একেবারে অপ্রতিরোধ্য দল হিসেবে নিজেদের প্রমাণ করল আরো একবার, গত মৌসুমের ট্রেবলজয়ী দলটি নতুন মৌসুমে শুরু করল শক্তিশালী মোহামেডানের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় দিয়ে। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও তিতার শিষ্যরা লিখেছে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প।

সুলেমান দিয়াবাতের গোলে প্রথমেই মোহামেডান এগিয়ে যায়, কিন্তু দ্বিতীয়ার্ধে তপু বর্মন, ফয়সাল আহমেদ ফাহিম এবং মিগেল দামাসেনোর গোলে কিংস জয় নিশ্চিত করে।

ম্যাচের প্রথম মিনিটে মোহামেডান এগিয়ে যায় সুলেমান দিয়াবাতের হেডে। এরপর একের পর এক  বসুন্ধরা কিংস আক্রমণ করলেও, গোলরক্ষক সুজন হোসেন রুখে দেন।  

দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংস আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। শুরুতে ফ্রান্সের জারেদ খাসার শটও লক্ষ্যমাত্রা থেকে কিছুটা বাইরে চলে যায়। তবে ৭২ মিনিটে মিগেলের কর্নার থেকে বল পেয়ে তপু বর্মন সমতা ফেরান। এরপর ৮১ মিনিটে মিগেলের ক্রস থেকে ফয়সাল আহমেদ ফাহিম গোল করে দলকে লিড এনে দেন।

এরপর অতিরিক্ত সময়ে  মিগেল দামাসেনো নিজে গোল করে জয় নিশ্চিত করেন।

খেলার মাঝে একটি অপ্রত্যাশিত ঘটনাও ঘটে, যখন সমর্থকরা মাঠে স্মোক ফ্লেয়ার ছুড়ে মারে যার ফলে খেলা বন্ধ রাখতে হয় প্রায় ১০ মিনিট। তবে তার পরেও কিংসরা ম্যাচে আধিপত্য বজায় রেখে সহজ জয় পায়।

এনজে/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর