Logo
Logo

খেলা

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১৩:৫০

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।  

এ উপলক্ষ্যে খেলার আগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সংস্কৃতির আদলে ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

ডিসপ্লে প্রদর্শনী শেষে খাগড়াছড়ি জোন ও বাঘাইছড়ি জোনের ফুটবল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়। 

এ সময় ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, ‘এই টুর্নামেন্ট পাহাড়ের সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখবে। পাহাড়ের ছেলেদের যথেষ্ট সক্ষমতা আছে। এখান থেকে একদিন তারা জাতীয় পর্যায়ে খেলবে।’

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান,  খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভাইয়া, খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর জাবির সোবহান মিয়াদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, এইচ এম প্রফুল্ল প্রমুখ।

এসবি/এমইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর