Logo
Logo

ফুটবল

১১ দিনের মধ্যে কোটি টাকা বুঝে পেল সাফ জয়ী নারী দল

Icon

বাসস

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৪:০৯

১১ দিনের মধ্যে কোটি টাকা বুঝে পেল সাফ জয়ী নারী দল

সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করে গত ৩১ অক্টোবর দেশে ফেরার দিনই নারী ফুটবল দলকে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে এক কোটি টাকা অর্থ পুরস্কার দেবার ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঘোষণার ১১ দিনের মধ্যে টাকা বুঝে পেয়েছে সাবিনা খাতুনের দল। 

খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অফিসিয়ালসহ মোট ৩২ জনের মধ্যে এই এক কোটি টাকা সমবণ্টন করা হয়েছে। দলের প্রত্যেকে ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন। চেক হস্তান্তরের বিষয়টি আসিফ মাহমুদ নিজের অফিসিয়াল পেজে এক পোস্টে নিশ্চিত করেছেন। 

জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে ৩২ জনের জন্য ৩২ টি পৃথক চেক ইস্যু করেছে। চেকগুলো পাওয়ার পর ফেডারেশনকে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রাপ্তি স্বীকার পত্র প্রেরণ করতে বলা হয়েছে। এর মাধ্যমে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থ সবার আগে পেল। 

শুধু এএসসি নয়, নারী দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০ লাখ ও বাফুফে দেড় কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে। 

গত ৩০ অক্টোবর কাঠমান্ডুর ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মত সাফের শ্রেষ্ঠত্ব ধরে রাখার কৃতিত্ব দেখায় বাংলাদেশ।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর