জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান নিয়ে সংবাদ সম্মেলন এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার সরকারি বাসভবন গণভবনে বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়।
সংবাদ সম্মেলনের উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মন্ত্রিপরিষদের সদস্যরা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত আছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান শেষে সোমবার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এর পর গণভবনে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সাধারণত কোনো দেশে সরকারি সফর শেষে ফিরে এসে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেন। তবে সংশ্লিষ্ট সফর ছাড়াও সেখানে বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করার সুযোগ পান সাংবাদিকরা। গত ২ সেপ্টেম্বর সর্বশেষ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। কয়েক মাসের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এর আগে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। এ জন্য দেশের রাজনীতিতে কয়েকটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই এবারের প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনও বিশেষ গুরুত্ব বহন করছে।