• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮
সম্মিলিতভাবে দেশ গড়ে তুলতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংরক্ষিত ছবি

সরকার

লায়ন-লিওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সম্মিলিতভাবে দেশ গড়ে তুলতে হবে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৭ অক্টোবর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন অভিযাত্রায় লায়ন এবং লিও সদস্যদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা তাদের মানবসেবামূলক কার্যক্রমের পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে সব রকমের সহায়তা দিয়ে যাচ্ছেন। গতকাল শনিবার বিকালে গণভবনে লায়ন এবং লিও ক্লাব আয়োজিত সমাবেশে দেওয়া বক্তব্যে লায়ন এবং লিওদের সহযোগিতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

দেশে লায়ন্সের সেবামূলক কর্মসূচির প্রশংসা করে ভবিষ্যতেও দেশ ও মানবতার কল্যাণে তাদের এসব সেবামূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনারা লায়ন এবং লিওরা যেভাবে সামাজিক ক্ষেত্রে অবদান রাখছেন, আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। মানুষের জন্য সেবা করা, মানুষের পাশে দাঁড়ানোর থেকে বড় কাজ আর কী হতে পারে। আপনারা যে সেবা দিচ্ছেন সে সেবা আপনারা অব্যাহত রাখবেন। আসুন, সম্মিলিত প্রচেষ্টায় দেশকে গড়ে তুলি।’

নিজের জীবনকে বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলাই তার লক্ষ্য, তার আর কোনো কিছু চাওয়া-পাওয়ার নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মাত্র কয়েক বছর আগেও বিশ্বে বাংলাদেশ একটি ক্ষুধা, দারিদ্র্য এবং প্রাকৃতিক দুর্যোগপীড়িত দেশ হিসেবে পরিচিত থাকলেও আজ তা উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।’

পদ্মা সেতু, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কমিউনিটি ক্লিনিক, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধিসহ আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করব। আমাদের লক্ষ্য ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করা।’ একই সঙ্গে মেট্রোরেল স্থাপন, এলএনজি টার্মিনাল, গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ এবং শত বছরের ডেল্টা প্ল্যান বা বদ্বীপ পরিকল্পনা গ্রহণের কথা উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আপনাদের লিও আন্দোলন কর্মসূচি আপনাদের এসব কর্মকাণ্ডে সহায়ক শক্তি।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের নবনির্বাচিত পরিচালক কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাবেক আন্তর্জাতিক পরিচালক শেখ কবির হোসেন, এরিয়া লিডার স্বদেশ রঞ্জন সাহা, চেয়ারম্যান অব মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বি মমিনুল ইসলাম লিটন বক্তব্য দেন। এরশাদ হোসেন রানা অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান। বাসস

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads