বাংলাদেশের শুভ চিন্তার মানুষদের নিয়ে আলো ছড়ানোর প্রত্যয়ে আমরা মিলিত হচ্ছি। বাংলাদেশের খবরের পাঠক, লেখক, শুভানুধ্যায়ীসহ সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আলোর মিছিলে যোগ দেওয়ার জন্য।
আলোর মিছিলের মাধ্যমে আমরা সামাজিক-সাংস্কৃতিক নানা কর্মকাণ্ড আয়োজন করব। দেশব্যাপী মানুষে মানুষে সম্পর্ক গড়ে তোলা ও মানবিক বিভিন্ন কাজ করব। সেই উদ্দেশ্যে বিভিন্ন অঞ্চলভিত্তিক সদস্য সংগ্রহ করা হবে এবং তাদের মতামতের ভিত্তিতে জেলা-উপজেলায় পরিচালনা কমিটি গঠন করা হবে। এসব কমিটির কার্যক্রম বাংলাদেশের খবরের কেন্দ্রীয় কার্যালয় থেকে পর্যালোচনা ও নিয়ন্ত্রণ করা হবে।
সারাদেশ থেকে আলোর মিছিলে অংশগ্রহণে আগ্রহী সকলকে অনুরোধ করা হচ্ছে সংযুক্ত গুগল ফর্মটি পূরণ করে দেওয়ার জন্য।
আলোর মিছিল সদস্য ফরম লিংক : https://shorturl.at/97RPw
আমাদের সাথে যুক্ত হয়ে আলোর মিছিলে অংশ নিন। দেশের জন্য নতুন স্বপ্ন ও সম্ভাবনা সৃষ্টিতে আত্মনিয়োগ করুন।
এমএইচএস