Logo

শিল্প-সংস্কৃতি

‘এবং বই’ বুক রিভিউ প্রতিযোগিতা-২০২৫ শুরু

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ২১:৩২

‘এবং বই’ বুক রিভিউ প্রতিযোগিতা-২০২৫ শুরু

বই বিষয়ক পত্রিকা ‘এবং বই’-এর আয়োজনে বুক রিভিউ প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে দুটি নির্বাচিত বইয়ের ওপর রিভিউ লিখতে হবে। নির্বাচিত বই দুটি হলো, লেখক আব্দুর রউফ চৌধুরীর ‘রবীন্দ্রনাথ : চির-নূতনেরে দিল ডাক’ (আদিত্য প্রকাশ) এবং ‘নজরুল : সৃজনের অন্দরমহল’ (দেশ পাবলিকেশন্স)।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন বাংলাদেশের যেকোনো বয়সের নাগরিক। অংশগ্রহণকারীদের রিভিউ জমা দেওয়ার শেষ তারিখ ১৪ এপ্রিল।

প্রতিযোগিতার প্রথম পুরস্কার ১০,০০০ টাকা (দুটি), দ্বিতীয় পুরস্কার ৫,০০০ টাকা (দুটি), তৃতীয় পুরস্কার ৩,০০০ টাকা (দুটি), পরবর্তী সেরা ৪ জন আলোচক পাবেন ২,০০০ টাকা করে। এ ছাড়াও সেরা দশজন আলোচককে এক হাজার টাকা সমমূল্যের বই দেওয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলি

  • অংশগ্রহণকারীদের নির্ধারিত দুটি বইয়ের যেকোনো একটি নিয়ে বাংলা ভাষায় রিভিউ লিখতে হবে। 
  • রিভিউটি ন্যূনতম ১২০০ থেকে ২০০০ শব্দের মধ্যে হতে হবে।
  • রিভিউতে বইয়ের কোনো অংশ থেকে উদ্ধৃতি দিতে হলে তা যুক্তিসঙ্গতভাবে ব্যবহার করতে হবে।
  • লেখককে রিভিউয়ের শেষে পুরো নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
  • রিভিউ ১৪ এপ্রিলের মধ্যে সুতন্বী এমজে (SutonnyMJ) ফন্টে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে ইমেল করতে হবে : ebongboi@gmail.com। এ ছাড়া প্রয়োজনে সম্পাদক বরাবরে যোগাযোগের নম্বর ০১৬১৫ ৫৮০০৯৩।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর