Logo

শিল্প-সংস্কৃতি

প্রান্তিক পাঠাগারের জন্য বই দান কর্মসূচি রকমারি ডট কমের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৪:২৪

প্রান্তিক পাঠাগারের জন্য বই দান কর্মসূচি রকমারি ডট কমের

বাংলাদেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের পাঠাগারগুলোতে বইয়ের অভাব এক বড় সমস্যা। এবার এই সমস্যা সমাধানে রকমারি ডট কম উদ্যোগ নিয়েছে প্রান্তিক পাঠাগারের জন্য বই দানের। 

এতদিনে রকমারি ডট কম ৫ কোটিরও বেশি বই পাঠকের হাতে পৌঁছে দিয়েছে। এবার তারা দেশের ৫০০+ পাঠাগারে ২০,০০০+ বই পাঠানোর উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রাম, চর, পাহাড়ি অঞ্চল, স্কুল ও মাদ্রাসার পাঠাগারগুলিতে বই পৌঁছে দেয়া হবে, যা শিক্ষার সুযোগ বৃদ্ধি করবে এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন করবে।

রকমারি ডট কমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, ‘গত ১২ বছরে আমরা ৫ কোটিরও বেশি বই পাঠকের হাতে পৌঁছে দিয়েছি। এবার আমরা চাই, যাদের কাছে বই নেই, তাদের জন্য কিছু করতে। একটি বই একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে।’

যারা এই উদ্যোগে অংশ নিতে চান, তারা নিচের ঠিকানায় বই পাঠাতে পারবেন :

Rokomari Book Donation
2/1/E Eden Center, Arambag, Motijheel, Dhaka।

বই দানের জন্য বিস্তারিত তথ্য ও নির্দেশিকা জানতে ভিজিট করুন : https://www.rokomari.com/book-donation

এই উদ্যোগ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের প্রান্তিক অঞ্চলের শিশুদের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে করছেন সংশ্লিষ্টরা।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর