Logo

সারাদেশ

শিশু আছিয়ার স্মরণে মুক্তিসরণির সাহিত্য সভা

Icon

নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ২০:৪২

শিশু আছিয়ার স্মরণে মুক্তিসরণির সাহিত্য সভা

দেশব্যাপী সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভয়াবহ ধর্ষণকাণ্ডের প্রতিবাদে এবং সম্প্রতি পাশবিকতার শিকার হয়ে প্রাণ হারানো শিশু আছিয়ার স্মরণে নারায়ণগঞ্জে মুক্তিসরণি সাহিত্য সংঘের উদ্যোগে এক প্রতিবাদী সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত রসুলবাগ আইডিয়াল স্কুলে এ প্রতিবাদী সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।  

মুক্তিসরণি সাহিত্য সংঘের সাধারণ সম্পাদক, লেখক ও সাংবাদিক মেহেদী সম্রাটের সঞ্চালনায় প্রতিবাদী এ সভার সভাপতিত্ব করেন মুক্তিসরণি সাহিত্য সংঘের সভাপতি, লেখক ও প্রকাশক আমিনুল ইসলাম মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ লেখক লুৎফর রহমান সরদার।

অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— ছড়াসাহিত্যিক ও সিদ্দিকীয়া পাবলিকেশন্স-এর স্বত্বাধিকারী মালেক মাহমুদ, ছড়াকার ও থ্রিলার লেখক আহমাদ স্বাধীন, কংস নদীর কবি ইয়াকুব কামাল, নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি কবি ও অভিনেতা ইকবাল হোসেন রোমেছ, কবি ও গল্পকার মো. সুমন হোসাইন, কবি শুক্কুর মাহমুদ জুয়েল, কবি ও মূকাভিনয় শিল্পী জহিরুল ইসলাম মিন্টু, কবি ও দাবা প্রশিক্ষক নাজমুল হাসান রুমি, শিক্ষানুরাগী নাইমা ইয়াসমিন, সাবেক ছাত্রনেতা মো. আবিদ হোসেন, সংগঠক মো. কামরুল হাসান, সংগঠক মেহেদী হাসন আল রাব্বি, সংগঠক হাসান মাহমুদ শাওন, সংগঠক আব্দুল মতিন প্রধান, সংগঠক জুবায়ের ইসলাম প্রাইম, শিক্ষার্থী সিফাতউল্লাহ্ স্বাধীন এবং শিক্ষার্থী রাব্বি ইসলাম সোহান।

প্রতিবাদী এ সাহিত্য সভায় বক্তারা সম্প্রতি ঘটে যাওয়া শিশু আছিয়ার মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ধর্ষণ প্রতিরোধে নানা দাবি-দাওয়া উত্থাপন করেন।

মুক্তিসরণি সাহিত্য সংঘের সাধারণ সম্পাদক মেহেদী সম্রাট এক লিখিত বক্তব্যে বলেন, ‘আমরা আজ এখানে কেবল শোক জানাতে আসিনি, এসেছি প্রতিবাদ জানাতে। সম্প্রতি আমাদের সমাজে আট বছরের শিশু আছিয়ার ওপর যে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা শোকের পাশাপাশি আজ ক্ষোভে ফুঁসছি।’

তিনি আরও বলেন, ‘ধর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি একটি ভয়ানক সামাজিক ব্যাধি, যা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। শিশু আছিয়ার জীবন প্রদীপ নিভে যাওয়ার মতো এমন মর্মান্তিক ঘটনা বারবার ঘটছে, আর আমরা প্রতিবাদ জানিয়ে থেমে যাচ্ছি। কিন্তু আমাদের কলমের শক্তি দিয়ে সমাজের এই ঘুণেধরা কাঠামোতে আঘাত হানতে হবে।’

তিনি লেখকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা কেবল শব্দের কারিগর নই, আমরাই সমাজের দর্পণ। আমাদের কলমকে রক্তের আগুনে সিক্ত করতে হবে— যে আগুন প্রতিবাদ জাগাবে, যে আগুন অন্যায়ের বিরুদ্ধে সমাজকে জাগ্রত করবে। আমাদের লেখা যেন সমাজের অসংগতিগুলো তীব্রভাবে ফুটিয়ে তুলতে পারে, যাতে সমাজের বিবেক জাগে। 

সভায় বক্তারা উল্লেখ করেন, ধর্ষণ প্রতিরোধে কেবল আইনের কঠোরতা যথেষ্ট নয়; সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। সমাজের সব স্তরে একসঙ্গে কাজ করলেই ধর্ষণমুক্ত সমাজ গঠন সম্ভব হবে বলে বক্তারা মতপ্রকাশ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কবি, লেখক ও শিল্পীরা ধর্ষণবিরোধী স্বরচিত কবিতা, ছড়া ও গল্প পাঠের মাধ্যমে তাঁদের প্রতিবাদী অবস্থান ব্যক্ত করেন। এসময় তারা বলেন, ‘আমাদের লেখা, আমাদের কণ্ঠ, আমাদের প্রতিবাদ ততদিন জারি থাকবে, যতদিন না এই সমাজ শিশুদের জন্য নিরাপদ হয়ে ওঠে। আমরা প্রত্যাশা করি, ধর্ষণ শব্দটি একদিন ইতিহাসের পাতায় ঠাঁই পাবে, বাস্তব জীবনে নয়।‘

সবশেষে সভায় আগতরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের প্রতিবাদী আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে এবং ধর্ষণ প্রতিরোধে সামাজিক আন্দোলনের পথ সুগম করবে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর