Logo

শিল্প-সংস্কৃতি

ফিলিস্তিনের পক্ষে সাহিত্যিকদের কলম ধরার আহ্বান মুক্তিসরণির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৫:৩৬

ফিলিস্তিনের পক্ষে সাহিত্যিকদের কলম ধরার আহ্বান মুক্তিসরণির

পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আধিপত্যবাদী ইসরায়েলের বর্বরোচিত হামলায় নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুক্তিসরণি সাহিত্য সংঘ। সংগঠনের পক্ষ থেকে বিশ্বজুড়ে মানবতাবাদী সাহিত্যকর্মীদের নিপীড়িত ফিলিস্তিনি জনগণের পক্ষে কলম ধরার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) মুক্তিসরণি সাহিত্য সংঘ সাংগঠনিক সম্পাদক প্রখ্যাত ছাড়াকার ও থ্রিলার লেখক আহমাদ স্বাধীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মুক্তিসরণি সাহিত্য সংঘের সভাপতি, লেখক ও প্রকাশক আমিনুল ইসলাম মামুন বলেন, গাজার মানুষ আজ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আর্তনাদ করছে। শিশুদের কান্না, মায়েদের আহাজারি আর নিঃস্ব মানুষের অসহায়তা আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে তুলেছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের সাহিত্যিকদের সোচ্চার হতে হবে। কবিতা, গল্প, প্রবন্ধ কিংবা যেকোনো সৃজনশীল মাধ্যমে আমাদের কলমকে অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার করতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক, লেখক ও সাংবাদিক মেহেদী সম্রাট বলেন, ফিলিস্তিনে যা ঘটছে তা নিছক রাজনৈতিক সংকট নয়, এটি সুস্পষ্ট গণহত্যা। বিশ্বজুড়ে সকল মানবতাবাদী লেখক, কবি ও সাহিত্যকর্মীদের প্রতি আমাদের আহ্বান— আপনারা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের পক্ষে আওয়াজ তুলুন। তাদের দুঃখ-দুর্দশা ও সংগ্রামের কাহিনি তুলে ধরুন, যেন বিশ্ববাসী এই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে সোচ্চার হয়।

সংঘের সাংগঠনিক সম্পাদক ছাড়াকার ও থ্রিলার লেখক আহমাদ স্বাধীন বলেন, সাহিত্য বরাবরই সামাজিক পরিবর্তন ও মানবাধিকারের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই ফিলিস্তিনের এই মানবিক বিপর্যয়ের মুহূর্তে সাহিত্যিকদের এগিয়ে আসা সময়ের দাবি।

সংগঠনটির নেতারা ফিলিস্তিনি মজলুম জনগণের প্রতি সমবেদনা জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, যুদ্ধবিধ্বস্ত সেই ভূমির প্রতিটি আর্তনাদ যেন আমাদের সৃষ্টিশীল লেখায় প্রতিধ্বনিত হয়।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর