কবি হেলাল হাফিজের প্রথম জানাজা সম্পন্ন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৪
ছবি : বাংলাদেশের খবর
‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’-এর কালজয়ী স্রষ্টা কবি হেলাল হাফিজের প্রথম জানাজা সম্পন্ন। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় কবির পরিবার, ভক্ত-অনুরাগীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
কবির ছোট ভাই নেহাল হাফিজ বলন, ‘হেলাল হাফিজ অলস প্রিয় মানুষ ছিলেন। চুল আঁচড়াতেও এক ঘণ্টা লেগে যেতো। গোসল করতেও সময় নিতেন। যখন তুখোড় কবি, তারকাখ্যাতি পেলেন, আমারও লোভ লাগলো একটু একটু লিখি। লিখতে লিখতে ১০০টা লিখি। যখন কবিতাগুলো উনাকে দেখালাম, দেখার পর বললেন, নাবালক কবিতা।’
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘মাত্র একটা কবিতার বই লিখে একটা জাতির শিল্প-সংস্কৃতির ইতিহাসে এত ইমপ্যাক্ট আর কোনো কবি রাখতে পেরেছেন কি না, আমার ঠিক জানা নেই।’
হেলাল হাফিজ তাঁর কবিতায় বেঁচে থাকবেন উল্লেখ করে ফারুকী আরও বলেন, ‘তিনি খুব বেশি কবিতা লিখেননি। তাঁর খুব বেশি বই বের হয়নি। কিন্তু তারুণ্য এবং যৌবনের গান বললেই হেলাল হাফিজের কবিতা মনে পড়ে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, কবি তাঁর এক বইতেই চিরস্থায়ী হয়েছেন।’
উল্লেখ্য, আজ বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে কবির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
ডিআর/এটিআর