প্রগতিশীল সাহিত্য সংঘের ‘বিজয় উৎসব’ শুক্রবার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪০
প্রগতিশীল সাহিত্য সংঘের ‘বিজয় উৎসব ২০২৪’ আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৩০২ নম্বর কক্ষে এ উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রগতিশীল সাহিত্য সংঘের উপদেষ্টা, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কথাসাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সাবেদ আল সাদ, কবি-গবেষক বিলু কবীর ও কবি রাসেল আশেকী।
উৎসবে সভাপতিত্ব করবেন সংঘের সভাপতি, কবি, কথাসাহিত্যিক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক।
প্রগতিশীল সাহিত্য সংঘের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শোয়েব জানান, বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধস্মৃতির পাশাপাশি কথা, কবিতা, গান, ত্রৈমাসিক প্রগতির বিজয় দিবস সংখ্যা প্রকাশসহ নানা আয়োজনে বিজয় উৎসব উদযাপন করা হবে। এতে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এমজে