জাহিদ নয়নের প্রথম কবিতার বই ‘আততায়ী অন্ধকার’ প্রকাশিত
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ২০:৩৭
একুশে গ্রন্থমেলা ২০২৫ উপলক্ষে কবি ও আবৃত্তিশিল্পী জাহিদ নয়নের প্রথম কাব্যগ্রন্থ ‘আততায়ী অন্ধকার’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে দ্বিমত পাবলিশার্স। প্রচ্ছদ করেছেন শিল্পী আইয়ুব আল আমিন।
জাহিদ নয়ন এক দশক ধরে দেশের জাতীয়-স্থানীয় পত্রিকা, লিটল ম্যাগাজিন ও যৌথ সংকলনে নিয়মিত কবিতা ও প্রবন্ধ লিখছেন। প্রথম কাব্যগ্রন্থ সম্পর্কে তিনি বলেন, ‘আততায়ী অন্ধকার’ বইটিতে প্রেম-বিরহ, বিদ্রোহ, বিপ্লব ও আধ্যাত্মিক চিন্তাধারার মিশ্রণ রয়েছে। কবিতাগুলো পাঠকদের ভিন্ন ভিন্ন চিন্তার জগতে নিয়ে যাবে।’
দ্বিমত পাবলিশার্সের কর্ণধার একরাম আজাদ বলেন, ‘বইটি একুশে বইমেলার পাশাপাশি চট্টগ্রাম বইমেলাতেও পাওয়া যাবে। এ ছাড়া বাতিঘর, রকমারি ও কলকাতার বুকস অব বেঙ্গল থেকে সহজেই সংগ্রহ করা যাবে।’
‘আততায়ী অন্ধকার’-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২০৯ টাকা। এটি শুধু মেলায় নয়, অনলাইন প্ল্যাটফর্ম থেকেও সংগ্রহ করতে পারবেন পাঠকরা।
এমজে