Logo

শিল্প-সংস্কৃতি

বইমেলায় আসছে সায়লা সুলতানা লাকীর উপন্যাস ‘শবনম’

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৮:০৭

বইমেলায় আসছে সায়লা সুলতানা লাকীর উপন্যাস ‘শবনম’

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হচ্ছে সায়লা সুলতানা লাকীর উপন্যাস ‘শবনম’। বইটি প্রকাশ করছে অনুপ্রাণন প্রকাশনী। শবনমের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী আইয়ুব আল আমিন।  

‘শবনম’ এক গ্রাম্য রক্ষণশীল পরিবারের মেয়ের সংগ্রামের গল্প। উপন্যাসের মূল চরিত্র শবনম নিজের ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাসের মাধ্যমে সামাজিক বাধা-বিপত্তি কাটিয়ে এগিয়ে যায়। 

১৯৬৫-৭৫ সালের প্রেক্ষাপটে রচিত উপন্যাসটিতে নারীর জীবন সংগ্রাম, স্বাধীনতা এবং আত্মমর্যাদার অদম্য চেষ্টার চিত্র তুলে ধরে। শবনম কীভাবে সারা জীবন সংগ্রাম করে তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায়, সেটাই এই গল্পের মূল কাহিনি।

সায়লা সুলতানা লাকী ইতোপূর্বে ‘অতঃপর বিয়ে’, ‘দ্বিজ’, ‘সন্তান’, ‘ধূসর’, ‘ভুলগুলো সব ফুল হয়ে থাক’, ‘চশমিশ ভালোবাসা’, ‘নাটাই’, ‘যে কথা হয়নি বলা’সহ নয়টি উপন্যাস লিখেছেন। 

তিনি জানান, ‘শবনম’ লিখতে গিয়ে তিনি চেষ্টা করেছেন সেই সময়কার সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে, যা তিনি তার দাদি ও আব্বার কাছ থেকে শোনা। বইটি পাঠককে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে, যেখানে সমাজের প্রতিকূলতা এবং নারীর সংগ্রামের কাহিনি ফুটে উঠেছে বলে মনে করেন তিনি।

এমএইচএস

বইমেলা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর