Logo

শিল্প-সংস্কৃতি

আসছে কাজী আজমিরীর গল্পের বই ‘তোমারেই যেন ভালোবাসিয়াছি’

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:০১

আসছে কাজী আজমিরীর গল্পের বই ‘তোমারেই যেন ভালোবাসিয়াছি’

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হচ্ছে কাজী আজমিরীর সামাজিক গল্পগ্রন্থ ‘তোমারেই যেন ভালোবাসিয়াছি’। বইটি প্রকাশ করছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। মলাট মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী সাদিতউজজামান। 

রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর উক্তি ‘তোমারেই যেন ভালোবাসিয়াছি, শত রূপে শত বার, জনমে জনমে, যুগে যুগে অনিবার।’—এই কথাকে ভিত্তি করে কাজী আজমিরী গল্প লিখেছেন। গল্পগুলোতে ভালোবাসার অমরতা, সম্পর্কের গভীরতা ও জীবনের নানা বাধা উপস্থাপন করা হয়েছে। লেখক শুধু যুগল প্রেমের মধ্যে সীমাবদ্ধ থাকেননি, বরং স্ত্রীর প্রতি স্বামীর, স্বামীর প্রতি স্ত্রীর, বাবার প্রতি কন্যার, কন্যার প্রতি বাবার এবং ভাবির প্রতি দেবরের শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা পরিস্ফুট করেছেন। 

কাজী আজমিরীর জন্ম ফরিদপুর শহরের ঝিলটুলিতে। তার শৈশব-কৈশোর কেটেছে কুমার নদ বিধৌত ছায়া সুনিবিড় শান্তির নীড়ের মতো শহরটাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) থেকে পাবলিক পলিসিতে দ্বিতীয় মাস্টার্স করেন। তিনি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সরকারের যুগ্মসচিব পদে কর্মরত আছেন। লেখালেখি, বই পড়া, বাগান করা এবং মানুষ পর্যবেক্ষণ করা তার শখ। এ পর্যন্ত তার পাঁচটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেগুলো হল- ‘সাদা পাঞ্জাবীর একজন’, ‘রিজুর জলে কার ছায়া পড়ে’, ‘জনম জনম তব তরে কাঁদিব’, ‘ঐ আকাশের তারায় তারায়’ এবং ‘ক্যানবেরার দিনগুলি’।

‘তোমারেই যেন ভালোবাসিয়াছি’র গল্পগুলোর বৈচিত্র্য, গভীর জীবনবোধ এবং অবিস্মরণীয় বাঁক পাঠকদের ছোটোগল্প পড়ার পূর্ণ আনন্দ দেবে বলে আশা করেন লেখক। 

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর