Logo

শিল্প-সংস্কৃতি

আসছে মুহিব্বুল্লাহ কাফির সিরাত বিষয়ক গল্পগ্রন্থ ‘খেজুরগাছের কান্না’

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৭:৪৮

আসছে মুহিব্বুল্লাহ কাফির সিরাত বিষয়ক গল্পগ্রন্থ ‘খেজুরগাছের কান্না’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে মুহিব্বুল্লাহ কাফির বই ‘খেজুরগাছের কান্না’। এটি শিশুদের জন্য লেখা তার সিরাত বিষয়ক গল্পগ্রন্থ সিরিজের প্রথম বই। বইটির প্রকাশক চিলেকোঠা পাবলিকেশন। শিশুদের মনোজগতকে পবিত্র সিরাতের সাথে পরিচিত করার লক্ষ্য নিয়ে এই বই লেখা হয়েছে।

"খেজুরগাছের কান্না" বইটি রঙিন এবং এটি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অসাধারণ মুজেজা, আচরণ, উদারতা এবং মানবিক গুণাবলীর ওপর ভিত্তি করে তৈরি। লেখক এই বইয়ের মাধ্যমে শিশুকিশোরদের জন্য নবির জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো একটি গল্পের আঙ্গিকে উপস্থাপন করেছেন, যা তাদের চরিত্র গঠনে সহায়ক হবে।

লেখক মুহিব্বুল্লাহ কাফি বলেন, "এটি আমার একান্ত স্বপ্ন ছিলো, সিরাত নিয়ে কাজ করার। আমি ছোটবেলা থেকেই সিরাতের প্রতি গভীর ভালোবাসা অনুভব করেছি। এই বইটি সিরাতের মহত্ত্ব ও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কিছু দিক শিশুদের জন্য সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।"

অমর একুশে বইমেলা ২০২৫-এ স্টল নং ৩৪২-এ পাওয়া যাবে বইটি। 

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর