মেলায় আসছে রহিম ইবনে বাহাজের কাব্যগ্রন্থ ‘সব দেখি ছারপোকা

জীবনানন্দ ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০৫
-67991c871c822.jpg)
অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হতে যাচ্ছে কবি রহিম ইবনে বাহাজের কাব্যগ্রন্থ ‘সব দেখি ছারপোকা’। দীর্ঘদিন ধরে কবিতায় সক্রিয় এই কবি তুলে এনেছেন জীবনের নানা রং ও বাস্তবতার চিত্র। এই গ্রন্থের কবিতাগুলোতে রয়েছে সূক্ষ্ম উপমা, গল্পনির্ভরতা এবং দৃশ্যমান চিত্রকল্প।
কবিতা নিয়ে যুগের পর যুগ ধরে নানা বিতর্ক থাকলেও কবি বিশ্বাস করেন, কবিতা এমন এক শিল্প যা কারো বেঁধে দেওয়া নিয়ম মেনে চলে না। কোনো মানুষ যদি মনের ভাব প্রকাশ করতে পারেন, আর তা পাঠকের হৃদয় ছুঁয়ে যায়, সেটাই কবিতা। এই দৃষ্টিভঙ্গি থেকেই রহিম ইবনে বাহাজ তার অনুভূতি, উপলব্ধি ও চিন্তাকে ছন্দোময় রূপে প্রকাশ করেছেন।
কবি রহিম ইবনে বাহাজ ১৯৮৭ সালের ৮ মার্চ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার তেঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছড়া দিয়ে তার লেখালেখির শুরু হলেও তিনি গান, প্রবন্ধ, কলাম এবং নাটক রচনার মাধ্যমে সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ করেছেন। তার লেখা নাটক ‘ময়নার দ্বিতীয় অধ্যায়’ টেলিভিশনে প্রচারিত হয়। লিটল ম্যাগাজিন ‘সাহিত্যের আলো’র সম্পাদক তিনি। তার পূর্বে প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- ‘দূর্বা জীবন’ (কাব্যগ্রন্থ, ২০২২) এবং ‘দিন যাপনের গ্লানি’ (প্রবন্ধ, ২০২৩)।
সাহিত্যে অবদানের জন্য তিনি পেয়েছেন সৈকত সাহিত্য সংসদ বিশেষ সম্মাননা (২০২৩) এবং শব্দঘর জামালপুর সাহিত্য পরিবার সম্মাননা (২০২৩)।
‘সব দেখি ছারপোকা’ প্রকাশ করছে ছিন্ন পত্র প্রকাশনী।