‘ক্রোধ কিংবা প্রলয়’ নিয়ে বইমেলায় আসছেন আদনীন কুয়াশা
জীবনানন্দ ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০০:৫৫
অমর একুশে গ্রন্থমেলা ২০২৫-এ সমকালীন জনপ্রিয় কথাসাহিত্যিক আদনীন কুয়াশা নিয়ে আসছেন তার নতুন থ্রিলার উপন্যাস ‘ক্রোধ কিংবা প্রলয়’। লেখকের পাঠকপ্রিয় ‘মীরা সিরিজ’-এর এটি দ্বিতীয় বই। এর আগে মীরা সিরিজের প্রথম উপন্যাস ‘ভ্রম বিভ্রম’ পাঠকদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। সেই সফলতার ধারাবাহিকতায় ‘ক্রোধ কিংবা প্রলয়’ উপন্যাসটি থ্রিলারপ্রেমীদের জন্য হতে যাচ্ছে এক নতুন অভিজ্ঞতা।
লেখক জানিয়েছেন, ‘ক্রোধ কিংবা প্রলয়’ মূলত তার পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত একটি ছোটগল্পের বিস্তৃত রূপ। গল্পটির প্রতি পাঠকদের ভালোবাসা তার এই নতুন উপন্যাস লেখার পেছনের অনুপ্রেরণা। বইটিতে মীরা চরিত্রটি যেমন সমাজের অসংগতি এবং ভয়ংকর রহস্য উদঘাটনে সাহসী ভূমিকা পালন করে, তেমনি তার সঙ্গী এসআই নূরুলের সাথে এবার তারা মুখোমুখি হয় দুঃসাহসী এক সাইকো কিলার সংঘের, যারা প্রতিবছর নির্দিষ্ট সময়ের মধ্যে শহরের নারীদের রক্তশূন্য করে হত্যা করে। এসব অমানবিক এবং রহস্যময় ঘটনার পেছনে কী লুকিয়ে আছে, সেই জটিল রহস্য উন্মোচনে মীরার অভিযান রয়েছে এই উপন্যাসের কেন্দ্রে।
বইটির প্রচ্ছদ করেছেন কপোতাক্ষ এবং টাইপোগ্রাফি করেছেন সামিউল হাসান। প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। ইতোমধ্যেই বিভিন্ন অনলাইন বুকশপে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে।
‘ক্রোধ কিংবা প্রলয়’ নিয়ে লেখক আদনীন কুয়াশা বলেন, “থ্রিলার আমার ব্যক্তিগত প্রিয় জনরা। মাঝখানে কিছু সামাজিক গল্পের ওপর কাজ করলেও পাঠকদের অনুরোধেই থ্রিলারে ফিরে আসা। আমি বিশ্বাস করি, ‘ক্রোধ কিংবা প্রলয়’ পাঠকের প্রত্যাশা পূরণ করবে এবং তারা এই উপন্যাসটিকে সাদরে গ্রহণ করবেন।”
এমএইচএস