Logo

শিল্প-সংস্কৃতি

আসছে মাসউদুর রহমানের ইসলামি কাব্যগ্রন্থ শারাবান তাহুরা

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৭:০৯

আসছে মাসউদুর রহমানের ইসলামি কাব্যগ্রন্থ শারাবান তাহুরা

২০২৫ সালের অমর একুশে বইমেলায় আসছে মাসউদুর রহমানের ইসলামি কাব্যগ্রন্থ শারাবান তাহুরা।

শারাবান বইয়ের প্রতিটি পঙক্তিতে কবি শব্দের শৈল্পিক সুরে প্রকাশ করতে চেয়েছেন প্রভুপ্রেমের অন্তর্দহন, সালাতের প্রশান্তি, কুরআনের সুর, আখিরাতের অনন্ত ভাবনা এবং মুনাজাতের অনাবিল আত্মনিবেদন। কাফন ও কবরের নিস্তব্ধতার মাঝেও এখানে খুঁজে পাওয়া যায় আত্মার জাগরণ। এই বই পাঠককে আমন্ত্রণ জানায় আত্মশুদ্ধি, ভাবনা ও গভীর উপলব্ধির ভ্রমণে।

বইটি প্রকাশ করছে নতুন বিন্যাস এবং একুশে বইমেলায় পাওয়া যাবে রাইয়ান প্রকাশনের ২৮৬ নম্বর স্টলে।

শারাবান তাহুরার লেখক মাসউদুর রহমান একজন স্বপ্নবাজ কবি ও একটিভিস্ট। জন্মেছেন রংপুরের ছোট কাশিমপুর নামের এক স্নিগ্ধ ও শান্ত গ্রামে। সবুজ প্রকৃতির সান্নিধ্যে কেটেছে তার শৈশব ও কৈশোরের দিনগুলো। তার প্রথম কবিতার বই ছিল পবিত্র প্রণয়।

এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর