Logo

শিল্প-সংস্কৃতি

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নতুন তালিকা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০০:৪৭

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নতুন তালিকা

পুনর্বিবেচনার পর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কথাসাহিত্য, শিশুসাহিত্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়নি।

বুধবার (২৯ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা সভায় ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য সাতজনের নাম চূড়ান্ত করা হয়।

সভায় স্থগিতকৃত পুরস্কৃত লেখক তালিকা নিম্নোক্তভাবে চূড়ান্ত করা হয়-

ক. কবিতা: মাসুদ খান

খ. নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা

গ. প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান

ঘ.অনুবাদ: জি এইচ হাবীব

ঙ. গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া

চ. বিজ্ঞান: রেজাউর রহমান

ছ. ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ

মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উল্লেখ্য, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নীতিমালার চতুর্থ অধ্যায়, নবম ধারা অনুযায়ী- নির্বাহী পরিষদ নতুন কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করতে পারবেন না এবং দশম ধারা অনুযায়ী সুপারিশকৃত কোনো নাম বিবেচনা না করার ক্ষমতা 'বাংলা একাডেমি নির্বাহী পরিষদ' সংরক্ষণ করেন।

গত ২৩ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয়। পরে পুরস্কারের তালিকায় থাকা কারও কারও সম্পর্কে ‘কিছু অভিযোগ’ আসায় দুই দিন পর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত করা হয়।

তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করার সিদ্ধান্ত নেয় বাংলা একাডেমি। 

পুরস্কার স্থগিতের বিষয়ে বাংলা একাডেমির ভাষ্য ছিল, “উদ্ভূত সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কার-তালিকাভুক্ত কারও কারও সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায়” পূর্বঘোষিত 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪' পুনর্বিবেচনার প্রয়োজন দেখা দেয়।

  • ডিআর/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর