বাংলাদেশের খ্যাতিমান সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক জহির রায়হানের ৫৩তম অন্তর্ধান দিবস আজ (৩০ জানুয়ারি)। ১৯৭২ সালের এই দিনে তিনি মিরপুরের বধ্যভূমিতে নিখোঁজ হন।
জহির রায়হান শহীদ বুদ্ধিজীবী ও তার বড় ভাই শহীদুল্লা কায়সারের লাশ খুঁজতে মিরপুরে গিয়ে আর ফিরে আসেননি। ধারণা করা হয়, স্বাধীনতার পরও পাকিস্তানের দোসরদের হাতে তিনি নিহত হন। তবে আজও তার অন্তর্ধান রহস্য উন্মোচিত হয়নি।
জহির রায়হান ছিলেন একজন শক্তিশালী লেখক ও চলচ্চিত্র নির্মাতা। তার লেখা কালজয়ী উপন্যাসগুলোর মধ্যে রয়েছে হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, শেষ বিকেলের মেয়ে, বরফ গলা নদী প্রভৃতি।
চলচ্চিত্র জগতে তিনি নতুন মাত্রা যোগ করেন। তার পরিচালিত চলচ্চিত্রগুলোর মধ্যে কাঁচের দেয়াল, বেহুলা, আনোয়ারা, জীবন থেকে নেওয়া বিশেষভাবে উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধকালীন সময়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড বিশ্বজুড়ে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা প্রকাশ করে।
সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭২ সালে জহির রায়হান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সম্মাননায় ভূষিত হন। এছাড়াও শিল্পকলায় (চলচ্চিত্র) অবদানের জন্য একুশে পদক (মরণোত্তর) ও সাহিত্যে অবদানের জন্য স্বাধীনতা দিবস পুরস্কারে (মরণোত্তর) ভূষিত হয়েছেন তিনি।
ডিআর/এমএইচএস