-679e005279f51.png)
এবারের একুশে বইমেলায় প্রতিশ্রুতিশীল লেখক ও সাংবাদিক মেহেদী সম্রাটের সম্পাদনায় প্রকাশিত হতে যাচ্ছে লিটলম্যাগের ‘মুক্তিসরণি’।
সাহিত্যের বৈচিত্র্যময় বিষয়বস্তুর সমন্বয়ে সাজানো এ লিটলম্যাগের উপদেষ্টা পরিষদে রয়েছেন- একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত ছড়াকার আবু সালেহ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ এবং ছড়াসম্রাট হিসেবে খ্যাত প্রখ্যাত ছড়াকার জগলুল হায়দার।
সম্পাদনা পরিষদে রয়েছেন তুষারধারার সম্পাদক ও প্রকাশক শিশুসাহিত্যিক আমিনুল ইসলাম মামুন ও ছড়াকার আহমাদ স্বাধীন।
‘মুক্তিসরণি’র প্রারম্ভিক সংখ্যায় স্থান পেয়েছে ছড়া, কবিতা, ছোটগল্প, মুক্তগদ্য, রম্যগল্প, অনুবাদ, ভ্রমণ, প্রবন্ধ, নিবন্ধ, স্মরণ, সাক্ষাৎকার, একাল-সেকালের বই, কালজয়ী সাহিত্য ও সাহিত্য সংবাদসহ নানা বিষয়। নবীন-প্রবীণ লেখকদের অংশগ্রহণে এ সংখ্যা হয়ে উঠেছে এক মহা সাহিত্যিক সম্মিলন।
প্রথম সংখ্যার অন্যতম আকর্ষণ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চট্টগ্রামের আলোচিত সমন্বয়ক তালাত মাহমুদ রাফির একটি দীর্ঘ সাক্ষাৎকার। এতে তিনি তার শৈশব, কৈশোর, জুলাই বিপ্লবে সম্পৃক্ত হওয়ার গল্প এবং আন্দোলনের সময় ভীতি ও সাহসের ভারসাম্য রক্ষার অভিজ্ঞতা তুলে ধরেছেন।
এছাড়াও প্রয়াত প্রবীণ ছড়াকার সিরাজুল ফরিদকে স্মরণ করে ‘সিরাজুল ফরিদ ও তার ছড়াসাহিত্য’ শীর্ষক একটি বিশেষ নিবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে।
‘মুক্তিসরণি’ প্রকাশিত হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে তুষারধারা প্রকাশনীর ৫৫৮ নম্বর স্টলে এটি পাওয়া যাবে। সাহিত্যের নতুন স্বাদ নিয়ে এ লিটলম্যাগ পাঠকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে।
নাঈম/এমবি/এমএইচএস