Logo

শিল্প-সংস্কৃতি

‘অসমাপ্ত রাতের ছায়া’ নিয়ে বইমেলায় ইমতিয়াজ আহমেদ

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৪

‘অসমাপ্ত রাতের ছায়া’ নিয়ে বইমেলায় ইমতিয়াজ আহমেদ

শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৫। বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ইমতিয়াজ আহমেদের নতুন গল্পগ্রন্থ ‘অসমাপ্ত রাতের ছায়া’। কিংবদন্তী পাবলিকেশন থেকে প্রকাশিত বইটিতে রয়েছে ১৩টি গল্প, যা বিভক্ত করা হয়েছে দুটি ভাগে—অতিপ্রাকৃত ও জীবনের গল্প। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী পরাগ ওয়াহিদ।  

লেখক ইমতিয়াজ আহমেদ জানান, বইটিতে অতিপ্রাকৃত এবং জীবনের গল্প মিলিয়ে ১৩টি গল্প রয়েছে, যা পাঠকদের চিন্তার জগতে নাড়া দেবে এবং বিনোদনও দেবে। প্রতিটি গল্পেই রয়েছে সূক্ষ্ম বার্তা, যা পাঠকদের ভাবনায় প্রভাব ফেলবে।’  

ইমতিয়াজ আহমেদের সাহিত্যযাত্রা শুরু হয় ২০১৭ সালে প্রকাশিত গল্পগ্রন্থ ‘কুয়াশায় মোড়ানো বিকেল’ দিয়ে। ২০১৮ সালে প্রকাশিত হয় তার উপন্যাস ‘শূন্যতা ছুঁয়ে যায়’। ২০২০ সালে কিংবদন্তী পাবলিকেশন থেকে প্রকাশিত হয় তার ভৌতিক গল্পগ্রন্থ ‘মৃত্যু’। গত বইমেলায় প্রকাশিত হয়েছিল কিশোর উপন্যাস ‘ভূতুড়ে জঙ্গল’। 

দীর্ঘ ১৭ বছর সাংবাদিকতার অভিজ্ঞতা সম্পন্ন এই লেখক শিক্ষকতা পেশায় যুক্ত আছেন এবং সাহিত্যচর্চা চালিয়ে যাচ্ছেন।  

‘অসমাপ্ত রাতের ছায়া’ সম্পর্কে প্রকাশনা থেকে জানানো হয়েছে, এটি এমন কিছু গল্পের সমাহার, যা মানুষের কল্পনাকে নাড়া দেবে। আশা-হতাশার মাঝে দোদুল্যমান জীবনে আশাকে আঁকড়ে ধরার এক অনন্য প্রয়াস এই গল্পগুলো।  

এমএইচএস

বইমেলা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর