Logo

শিল্প-সংস্কৃতি

বইমেলায় মোহাম্মদ অংকনের ৬ বই

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৩

বইমেলায় মোহাম্মদ অংকনের ৬ বই

অমর একুশে বইমেলায় মোহাম্মদ অংকনের ৬টি নতুন বই প্রকাশিত হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রকাশনীর স্টলে বইগুলো পাওয়া যাচ্ছে।  

লেখাচিত্র প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে দুটি বই— কাব্যগ্রন্থ ‘আমার তোমাকেই লাগবে’ এবং গল্পগ্রন্থ ‘শেষ বিকেলের রোদ’। বই দুটির প্রচ্ছদ করেছেন শফিক মামুন এবং এদের মূল্য যথাক্রমে ১৫০ ও ২৫০ টাকা।  

কালপ্রকাশ থেকে এসেছে রোমান্টিক উপন্যাস ‘তুমি বলেই ডেকো’, যার মূল্য ৩০০ টাকা।  

শিশু-কিশোরদের জন্য স্বপ্নপাখি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তিনটি বই— ‘কিডন্যাপারের খপ্পরে গুল্টু’, ‘গুল্টুর চোরধরা অভিযান’ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গল্প ‘সবুজের বুকে রক্তিম সূর্য’। গুল্টু সিরিজের বই দুটির মূল্য ২৫০ টাকা এবং ‘সবুজের বুকে রক্তিম সূর্য’র মূল্য ২০০ টাকা। এই বইগুলোর প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন।

মোহাম্মদ অংকন জানান, "এ বছর নতুন ছয়টি বই প্রকাশিত হয়েছে। কবিতা, ছোটগল্প, উপন্যাস, কিশোর উপন্যাস, শিশু-কিশোর গল্প— সববয়সী পাঠকের জন্যই কিছু না কিছু আছে। আশা করছি, নতুন বইগুলো পাঠকদের মুগ্ধ করবে।” 

এমএইচএস

বইমেলা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর