Logo

শিল্প-সংস্কৃতি

‘সম্পর্কের মসলাপাতি’ মেলায় এনেছেন মরিয়ম খানম সেতু

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০

‘সম্পর্কের মসলাপাতি’ মেলায় এনেছেন মরিয়ম খানম সেতু

চলছে অমর একুশে বইমেলা ২০২৫। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে মরিয়ম খানম সেতুর আত্মউন্নয়নমূলক বই ‘সম্পর্কের মসলাপাতি’। উৎসব প্রকাশনী থেকে প্রকাশিত বইটি পারিবারিক গল্পের আলোকে আত্মউন্নয়ন ও সম্পর্ক রক্ষার উপায় নিয়ে লেখা হয়েছে।  

লেখক বইটিতে সম্পর্ককে রান্নার সঙ্গে তুলনা করেছেন। যেমন, সুস্বাদু রান্নার জন্য প্রয়োজনীয় মসলার ভারসাম্য বজায় রাখা জরুরি, তেমনি সম্পর্কেও ভালোবাসা, দায়িত্ব, সম্মান ও ধৈর্যের মতো উপাদান সমান গুরুত্বপূর্ণ। বইটিতে সম্পর্কের গুরুত্ব, বিচ্ছেদের যুগে বোঝাপড়ার প্রয়োজনীয়তা এবং সুখী পরিবার গড়ার মূলনীতি নিয়ে আলোচনা করা হয়েছে।  

লেখক মনে করেন, "আমরা সবসময় অন্যের ভুল ধরতে ব্যস্ত থাকি, যা কোনো সমস্যার সমাধান দিতে পারে না। বরং, নিজের ভুল সম্পর্কে সচেতন হওয়া এবং সম্পর্কের প্রতি যত্নশীল হওয়াই সুস্থ জীবন গঠনের চাবিকাঠি।"  

বইটির প্রকাশক সাঈদ আহমাদ আশাবাদী, ‘সম্পর্কের মসলাপাতি’ পাঠকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।

এমএইচএস

বইমেলা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর