Logo

শিল্প-সংস্কৃতি

শরীফ নাফের ‘গণতান্ত্রিক রাষ্ট্রে পুঁজির বিকাশ’ বইমেলায়

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৭

শরীফ নাফের ‘গণতান্ত্রিক রাষ্ট্রে পুঁজির বিকাশ’ বইমেলায়

অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে আগ্রহী পাঠকদের জন্য অমর একুশে বইমেলায় এসেছে শরীফ নাফে আচ্ছাবের নতুন বই ‘গণতান্ত্রিক রাষ্ট্রে পুঁজির বিকাশ’। কথামেলা প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটিতে গণতন্ত্র ও পুঁজিবাদের পারস্পরিক সম্পর্ক, রাষ্ট্রীয় কাঠামোয় এর ভূমিকা এবং ক্ষমতাসীন শাসকদের প্রভাব নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে।  

লেখকের মতে, পুঁজিবাদ এমন একটি ব্যবস্থায় পরিণত হয়েছে, যেখানে এটি নিজের শত্রু হয়ে উঠছে। এটি টিকে থাকার জন্য বারবার চরিত্র বদল করছে, যা রাষ্ট্রীয় কাঠামো ও নীতির ওপর গভীর প্রভাব ফেলে। গণতন্ত্র ও পুঁজিবাদ রাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলেও কিছু শাসক শ্রেণি নিজেদের স্বার্থ রক্ষার জন্য গণতন্ত্রকে বিকলাঙ্গ করে জনগণকে মোহাবিষ্ট রাখে। এর ফলে শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই চরম মূল্য দিতে হয়।  

বইটিতে উঠে এসেছে পুঁজিবাদের বহুরূপী চরিত্র, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে শাসকের ভূমিকা, জলবায়ু পরিবর্তনে শিল্পায়নের প্রভাব এবং ধনী-গরিব বৈষম্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়। লেখক মনে করেন, মত প্রকাশের স্বাধীনতা, শ্রমিকদের অধিকার এবং সঠিক অর্থনৈতিক কাঠামো বজায় থাকলে গণতন্ত্র ও পুঁজিবাদের প্রকৃত সুফল পাওয়া সম্ভব।  

বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলায় কথামেলা প্রকাশনীর স্টলে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর