Logo

শিল্প-সংস্কৃতি

বইমেলায় আসাদুজ্জামান খান মুকুলের ছড়া ও কাব্যগ্রন্থ

Icon

শিল্প-সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০০

বইমেলায় আসাদুজ্জামান খান মুকুলের ছড়া ও কাব্যগ্রন্থ

ছবি : বাংলাদেশের খবর

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশ হয়েছে কবি আসাদুজ্জামান খান মুকুলের শিশুতোষ ছড়াগ্রন্থ ‘তেঁতুল গাছে ভূতভূতি’ এবং কাব্যগ্রন্থ ‘শিশিরের কান্না’। গ্রন্থ দুটি প্রকাশ করেছে ‘বৃত্তকলা একাডেমি’। 

ছড়াগ্রন্থের (তেঁতুল গাছে ভূতভূতি)  প্রচ্ছদ ও অলংকরণ করেছেন মো. তৌহিদ মিয়া, আর কাব্যগ্রন্থের (শিশিরের কান্না) প্রচ্ছদ করেছেন ঐকতান। বই দুটি পাওয়া যাবে বৃত্তকলা একাডেমির ২৮০ নম্বর প্যাভিলিয়নে।  

লেখক জানান, ‘তেঁতুল গাছে ভূতভূতি’ গ্রন্থের প্রতিটি ছড়া শিশু-কিশোরদের কল্পনা ও বাস্তবতার মিশেলে আনন্দদায়ক করে লেখা হয়েছে। সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় রচিত এই ছড়াগুলো তাদের মনের আনন্দ সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে।  

অন্যদিকে ‘শিশিরের কান্না’ কাব্যগ্রন্থে কবি প্রকৃতির সৌন্দর্য, স্রষ্টার প্রতি আনুগত্য, সামাজিক অবক্ষয়, বিদ্রোহের মনোভাব, প্রেম, বিরহসহ নানা বিষয়ের চিত্রায়ণ করেছেন। 

কবিতার প্রাণবন্ত ভাষা ও ভাব সব শ্রেণির পাঠককে তৃপ্তি দেবে বলে কবি আশাবাদী।

এটিআর/

বইমেলা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর