Logo

শিল্প-সংস্কৃতি

জিয়াউল হকের ‘স্মৃতির আকাশে ধ্রুবতারা’ এসেছে বইমেলায়

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩০

জিয়াউল হকের ‘স্মৃতির আকাশে ধ্রুবতারা’ এসেছে বইমেলায়

প্রকাশিত হয়েছে বরেণ্য সাহিত্যিক ও গবেষক মুক্তিযোদ্ধা জিয়াউল হকের কাব্যগ্রন্থ ‘স্মৃতির আকাশে ধ্রুবতারা’। প্রকাশনা সংস্থা ‘আরশিনগর’ থেকে বেরিয়েছে বইটি। প্রচ্ছদ করেছেন খ্যাতিমান শিল্পী ধ্রুব এষ। মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। বইটি অমর একুশে বইমেলায় পাললিক সৌরভ (৭৩২ নম্বর) স্টলে পাওয়া যাচ্ছে। 

‘স্মৃতির আকাশে ধ্রুবতারা’ নিয়ে জিয়াউল হক বলেন, “মানুষের আয়ু কতটাই বা লম্বা হতে পারে? ষাট, সত্তর, আশি, নব্বই, একশত, একশত বিশ কিংবা আরও কিছু বেশি। অথচ আমাদের এই পৃথিবীর বয়স লক্ষ কোটি বছর। এই ক্ষণস্থায়ী জীবনে মানুষের চাওয়া-পাওয়ার যেন শেষ নেই। জীবন চলার পথে প্রকৃতির নিবিড় ভালোবাসা, সুখ, দুঃখ, প্রেম, বিরহ, বেদনা, সংসারের নানা টানাপড়েন, প্রিয়জন হারানোর দুঃসহ যন্ত্রণা—এসব নিয়েই আমাদের পথ চলতে হয়। মানুষের যাপিত জীবনের এই সব ঘটনা নিয়েই ‘স্মৃতির আকাশে ধ্রুবতারা’।”

জিয়াউল হক তার জীবন ও লেখালেখির মাধ্যমে মুক্তিযুদ্ধ, ইতিহাস এবং দেশগঠনের দায়িত্ব পালন করে চলেছেন। বইটি তার জীবনের সেই অনুপ্রেরণার প্রতিফলন, যেখানে মানুষের জীবনের ছোট ছোট মুহূর্তগুলো একে অপরকে যুক্ত করে বড় এক ধারায় প্রবাহিত হয়। ‘স্মৃতির আকাশে ধ্রুবতারা’ তাঁর কবিতা, চিন্তা ও অভিজ্ঞতার একটি নিবিড় শিল্পকর্ম, যা পাঠককে ভাবতে বাধ্য করবে জীবনের আসল প্রকৃতির বিষয়ে। 

জিয়াউল হকের অন্যান্য প্রকাশিত বইসমূহের মধ্যে রয়েছে :

কাব্যগ্রন্থ : জ্যোৎস্নাভরা রাতে, স্মৃতির আকাশে ধ্রুবতারা

ভ্রমণ কাহিনি : গিরিঝরনা বাংলাদেশ

মুক্তিযুদ্ধের ইতিহাস গ্রন্থ : শত মুক্তিযোদ্ধার বিজয়গাথা (এটি ৬টি খণ্ডে প্রকাশিত)

মুক্তিযুদ্ধের উপন্যাস : রক্তে ভেজা শার্ট, একাত্তরের পরি 

গবেষণা গ্রন্থ : হার্ডিঞ্জ ব্রিজের ইতিহাস, বাংলাদেশের পাহাড়শুমারি 

জিয়াউল হক তার জীবনের সংগ্রামী পথ চলায় বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০২৪ সালে কলকাতার সাহিত্য পত্রিকা ‘চোখ’ তাঁকে ‘বিজয় স্মারক ১৪৩০’ পুরস্কারে সম্মানিত করেছে। গবেষণা গ্রন্থ ‘বাংলাদেশের পাহাড়শুমারি’র জন্য তিনি ২০২২ সালে অন্বয় প্রকাশ সাহিত্য পুরস্কার অর্জন করেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস লেখায় তাঁর অনন্য অবদানের জন্য ২০২১ সালে ‘জয় বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ’ তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেছে। ২০১৯ সালে পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও পাবনা জেলা প্রশাসন তাকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করেছে। 

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর