প্রকাশিত হয়েছে তৌহিদুল ইসলামের ‘নীল জ্যোৎস্নার ডাকে’

জীবনানন্দ ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪১
-67adcc5d43030.jpg)
অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে কবি তৌহিদুল ইসলামের (তৌহিদ আতিফ) নতুন কাব্যগ্রন্থ ‘নীল জ্যোৎস্নার ডাকে’। বর্তমানে চীনে কর্মরত এই কবি তার প্রথম কাব্যগ্রন্থে জীবনের অনুভূতি, আবেগ ও স্মৃতির মিশ্রণ তুলে ধরেছেন। কবিতা লেখার শুরু ২০১৬ সাল থেকে, তবে ২০২৪ সালে বন্ধুদের উৎসাহে নিজের সংগ্রহ করা কবিতাগুলো বই আকারে প্রকাশের সিদ্ধান্ত নেন।
‘নীল জ্যোৎস্নার ডাকে’ কাব্যগ্রন্থটি প্রেমের বিভিন্ন রূপের ছবি আঁকেছে, যার মধ্যে জীবনের অভ্যন্তরীণ পরিবর্তন, আবেগ ও বেদনার অনুভূতি গভীরভাবে ফুটে উঠেছে।
কবি তৌহিদুল ইসলাম জানান, ছোটবেলায় তার বাবা একজন শিক্ষক হওয়ায় ঘরে ছিল প্রচুর কবিতা ও উপন্যাসের বই, যা তাকে সাহিত্যের প্রতি আকৃষ্ট করে। বিশেষভাবে তিনি জীবনানন্দ দাশের কবিতার প্রতি গভীর দুর্বলতা অনুভব করেন।
বইটি প্রকাশ করেছে বারোমাসি প্রকাশনী। অমর একুশে বই মেলায় ৭৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
এমএইচএস