ইয়াহইয়া ইউসুফ নদভীর ‘দাদু একটা গল্প বলো’র মোড়ক উন্মোচন শুক্রবার

আহমাদ রফিক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৪৮
-67ae3e87ae52c.jpg)
গল্পের প্রতি মানুষের তীব্র আগ্রহ ও আকর্ষণ আছে। আগ্রহ ও আকর্ষণের এই মাত্রা শিশু-কিশোরদের ভেতর যেন আরো দু’দণ্ড বেশি-ই। কিন্তু একদিকে কোনো গল্পই যেমন অর্থহীন নয়, অন্যদিকে কোনো গল্পই ‘নিরীহ’ ও ‘নিরপেক্ষ’ নয়। তাই যে কোনো গল্পেরই পক্ষপাত আছে, হয়ত সত্য ও সুন্দরের প্রতি, নয়ত অসত্য-অন্ধকার ও অসুন্দরের প্রতি। এটি চিহ্নিত করার ভারী দায়িত্বটি বর্তায় এসে পাঠকের ঘাড়ে। এক্ষেত্রে পাঠক ‘বুঝমান-সচেতন’ না হলে লেখকের লালিত ভুল বিশ্বাস ও আদর্শের পথে হেঁটে পথ হারিয়ে ফেলে।
বাংলাদেশের ‘বড় বড়’ অনেক লেখক মূলত এই ‘অবুঝ-অসচেনতা’র হাতিয়ারটিকেই ব্যবহার করেছেন শিশুসাহিত্যের নামে। ‘কাল্পনিক বৈজ্ঞানিক গল্প’ বা ‘কিশোর গল্প’-এর ফাঁদ পেতে শিশু-কিশোরদের নিতে চেয়েছেন অন্ধকারাচ্ছন্ন, অসত্য ও অবাস্তব এক জগতে।
এর বিপরীতে কোরআন ও হাদিসের গল্প, ইসলাম ও সীরাতের গল্প, সাহাবি-তাবেয়ি ও মুসলিম বীর-মুজাহিদদের গল্প সত্য ও সুন্দরের আদর্শে বলীয়ান, ন্যায় ও বাস্তবতার আলোয় আলোকিত।
সুপরিচিত, কুলীন ও সুসাহিত্যিক ইয়াহইয়া ইউসুফ নদভীর মূলত এই আলোকিত গল্পেরই একটি সিরিজ আসছে। এবার তিনি ‘দাদু একটা গল্প বলো’ সিরিজটি সেই সত্য, সুন্দর ও ন্যায়ের গল্পটিকেই সাজিয়েছেন প্রাণীদের নিয়ে। আল্লাহর অপরূপ সৃষ্টি বন-জঙ্গল-পাহাড়-ঝরনার রোমাঞ্চকর বর্ণনা দিয়ে। পড়তে পড়তে মনে হবে, যেন এক সবুজ মায়াবী বনে এসে ঢুকে পড়েছে ‘পাঠক’। আর তার চারপাশে সব বুদ্ধিমান বুদ্ধিমান প্রাণী!
আগামীকাল শুক্রবার বইমেলায় ‘দাদু একটা গল্প বলো’ সিরিজের বর্ণাঢ্য মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন জনপ্রিয় লেখক, সাহিত্যিক ইয়াহইয়া ইউসুফ নদভী, জ্যেষ্ঠ গদ্যশিল্পী মুহাম্মদ যাইনুল আবিদীন, কবি ও গবেষক মুসা আল হাফিজ, অনুবাদক মনযুরুল হক, লেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর, লেখক ও সম্পাদক জহিরুদ্দিন বাবর, কবি নেসারুদ্দিন রুম্মান, গল্পকার সাব্বির জাদিদ, কবি সাইফ সিরাজ, গদ্যকার সাবের চৌধুরি, শিল্পী কাজী যুবাইর মাহমুদ, কবি মুহিম মাহফুজ ও অনুবাদক আহমাদ রফিক। বইটি পাওয়া যাবে ৮০৪নং স্টলে।
বিএইচ/