Logo

শিল্প-সংস্কৃতি

জীবনানন্দ মেলা শুরু ১৭ ফেব্রুয়ারি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৫৪

জীবনানন্দ মেলা শুরু ১৭ ফেব্রুয়ারি

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে শুরু হচ্ছে অষ্টম জীবনানন্দ মেলা। সরকারি ব্রজমোহন কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠন তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে।

আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। মেলায় থাকছে প্রদীপ প্রজ্বলন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সাহিত্য ও সংস্কৃতি প্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে আয়োজনটি।

প্রতিবছরই উত্তরণ সাংস্কৃতিক সংগঠন কবির জন্মবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করে। আয়োজকরা জানান, জীবনানন্দ দাশের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই মেলার মূল লক্ষ্য।

এইচকে/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর