ইজাজুল হকের ‘দ্য লাস্ট পোয়েট অব কাশ্মীর’ প্রকাশিত

জীবনানন্দ ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৪

তরুণ লেখক ও অনুবাদক ইজাজুল হকের নতুন বই ‘দ্য লাস্ট পোয়েট অব কাশ্মীর’ প্রকাশিত হয়েছে। কাশ্মীরের সাহিত্য, সংস্কৃতি এবং রাজনৈতিক ইতিহাসকে কেন্দ্র করে বইটি লেখা হয়েছে।
কাশ্মীরের স্বাতন্ত্র্য ও রাজনৈতিক আন্দোলনের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার ক্ষেত্রে কবিতা অন্যতম মাধ্যম। বিশেষত, সদ্যপ্রয়াত কাশ্মীরি কবি ফারুক নাজকির জীবন ও সাহিত্যকর্মের আলোকে কাশ্মীরের শতবর্ষের ইতিহাস ও জাতীয়তাবাদী আন্দোলনের চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন লেখক। বইটির প্রথম অংশে রয়েছে দীর্ঘ ভূমিকা, যেখানে নাজকির শৈশব থেকে মৃত্যু পর্যন্ত ঘটনাপ্রবাহের পাশাপাশি কাশ্মীরি ও উর্দু সাহিত্যের বিশদ আলোচনা রয়েছে। দ্বিতীয় অংশে রয়েছে নাজকির নির্বাচিত উর্দু কবিতা ও গজলের বাংলা অনুবাদ।
মূল আরবি ও উর্দু থেকে ইজাজুল হকের সাবলীল অনুবাদ ইতোমধ্যেই সাহিত্য বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে। গদ্যের সারল্য ও স্বচ্ছন্দ উপস্থাপনা পাঠকদের জন্য বইটিকে আরো আকর্ষণীয় করে তুলবে বলে আশা করা হচ্ছে।
‘দ্য লাস্ট পোয়েট অব কাশ্মীর’ প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য। বইটির প্রচ্ছদ করেছেন সেলিম হোসেন সাজু।
এমএইচএস