বইমেলায় ফারহানা সিনথিয়ার ‘বৃষ্টির রং হয়ে যাবে নীল’

জীবনানন্দ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৫

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে ফারহানা সিনথিয়ার উপন্যাস ‘বৃষ্টির রং হয়ে যাবে নীল’। সাইকোলজিক্যাল থ্রিলার ও রহস্য-রোমাঞ্চের সমন্বয়ে লেখা এই উপন্যাসটি প্রকাশ করেছে তাম্রলিপি। বইটির প্রচ্ছদ করেছেন মো. সাদিতউজ্জামান।
উপন্যাসের গল্প শুরু হয় সাইকোলজিস্ট রীমার সঙ্গে এক তরুণীর কথোপকথনের মাধ্যমে। রহস্যময় এই মেয়েটির হাসি যেন রীমার ভেতরেও এক অন্যরকম স্পর্শ ছড়িয়ে দেয়। কিন্তু তার বর্ণনায় উঠে আসে এক অলৌকিক অভিজ্ঞতা—মৃত বোনকে দেখা! সেই অভিজ্ঞতা বিশ্লেষণ করতে গিয়ে সামনে আসে আরও জটিল এক গল্প, যেখানে সম্পৃক্ত একাধিক চরিত্র—জাহিদ, মোহতেশাম আংকেল ও এক রহস্যময় উইল। গল্পের মোড় ঘুরতে থাকে একের পর এক চমকপ্রদ ঘটনার মধ্য দিয়ে। শেষ পর্যন্ত সমস্ত রহস্যের যোগসূত্র হয়ে ওঠে একটি চলচ্চিত্রের নাম—বৃষ্টির রং হয়ে যাবে নীল।
উপন্যাসপ্রেমী ও রহস্য-রোমাঞ্চের পাঠকদের জন্য ‘বৃষ্টির রং হয়ে যাবে নীল’ এবারের বইমেলার অন্যতম আকর্ষণীয় সংযোজন হতে পারে বলে মনে করেন প্রকাশনা সংশ্লিষ্টরা।