Logo

শিল্প-সংস্কৃতি

মেলায় এসেছে মুনিরা প্রীতুর ‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না’

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৫

মেলায় এসেছে মুনিরা প্রীতুর ‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না’

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে মুনিরা প্রীতুর সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস ‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না’। বইটি প্রকাশ করেছে নবকথন প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ফাইজা ইসলাম। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৮০ টাকা।  

উপন্যাসটি এক তরুণী মায়ার রহস্যময় জীবনের কাহিনি, যেখানে এক সন্ধ্যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কানাডার অন্টারিও শহরে এক বছর কাটিয়ে দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নেওয়া মায়ার জীবনকে চিরতরে বদলে ফেলে একটি ঘটন। বইটি বাস্তবতা, অলৌকিকতা ও সময়ের ধাঁধা একত্রিত করে শ্বাসরুদ্ধকর একটি রহস্য সৃষ্টি করেছে, যেখানে প্রতিটি ছায়ায় বৃষ্টি ঝরে পড়ে—নিঃশব্দে, গভীর সত্যের সাক্ষী হয়ে।  

লেখিকা মুনিরা প্রীতু এই বই সম্পর্কে বলেন, ‘এই উপন্যাসটি এক রহস্যময় যাত্রা, যেখানে পাঠক পাবেন এক নতুন অভিজ্ঞতা। যা লিখেছি, তা মন থেকে, ভালোবেসে লিখেছি।’  

এটি প্রীতুর চতুর্থ বই। এর আগে ‘স্বপ্নচারিণী’ (২০১৯), ‘ইনীশা’ (২০২৩), এবং ‘ঘুমন্ত শহর’ (২০২৪) প্রকাশিত হয়েছে। নতুন বই নিয়ে আশাবাদী লেখক।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর