Logo

শিল্প-সংস্কৃতি

বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৮

বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আহমেদ বায়েজীদের কিশোর সায়েন্স ফিকশন ‘মহাকাশে দুঃস্বপ্ন’ বইটি। কিশোরদের উপযোগী ১৭টি বৈজ্ঞানিক কল্পকাহিনী নিয়ে সাজানো হয়েছে বইটি।

ভিন্ন স্বাদের গল্পগুলো পাঠকদের বৈজ্ঞানিক কল্পকাহিনীর নতুন জগতে নিয়ে যাবে। মহাকাশ যাত্রা, রোবট, এলিয়েনসহ কল্পবিজ্ঞানের সব ধরণের গল্প দিয়ে সাজানো হয়েছে বইটি।

পেশায় সাংবাদিক আহমেদ বায়েজীদ অনেক দিন ধরেই শিশু-কিশোরদের জন্য লেখালেখি করছেন। দেশের প্রথম সারির শিশু-কিশোর ম্যাগাজিনগুলোতে লিখছেন নিয়মিত। প্রকাশিত অপ্রকাশিত গল্পের ভেতর থেকে বাছাইকৃত ১৭টি গল্প নিয়ে প্রকাশ করা হয়েছে ‘মহাকাশে দুঃস্বপ্ন’ বইটি।

বইটি প্রকাশ করেছে রাবেয়া বুকস। প্রচ্ছদ করেছেন আবরার আবীর। বইমেলায় পাওয়া যাচ্ছে রাবেয়া বুকসের ৩ ও ৪নং স্টলে এবং আফসার ব্রাদার্সের ৩৫নং স্টলে। বইটির মূল্য মাত্র দেড়শ টাকা।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর