Logo

রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে : এ আরাফাত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ২২:০৩

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে : এ আরাফাত

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আগামী নির্বাচন ইউনূসের কথিত অবৈধ সরকারের অধীনে হবে না। তিনি বলেন, এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে। একটি নতুন (তত্ত্বাবধায়ক) সরকারের অধীনে পরবর্তী নির্বাচন আয়োজন করতে হবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মোহাম্মদ আলী আরাফাতের এই বক্তব্য প্রকাশ করা হয়। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল ও ব্যক্তির জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তি দাবি করেন তিনি। 

তিনি আরও উল্লেখ করেন, জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। ‘একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের দ্বারা নির্বাচিত সংসদ গঠন করতে হবে। সেই সংসদ প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে। নির্বাচিত সংসদের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে এবং দ্বিতীয় বৃহত্তম দল বিরোধী দলের ভূমিকা পালন করবে,’ বলেন আরাফাত।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘জুলাইয়ের ১৬ তারিখ থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত এবং পরবর্তী সময়ে পুলিশসহ যত হতাহত হয়েছেন, তাদের ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কার্যক্রম চলমান রাখতে হবে। তদন্তের মাধ্যমে যে বা যারা দোষী প্রমাণিত হবে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।’

আওয়ামী লীগের এই নেতা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ন্যায়ভিত্তিক নির্বাচনী পরিবেশ তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন। 

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর