Logo

রাজনীতি

হরতালের ঘোষণা দিয়ে রাজপথে নেই আ.লীগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১

হরতালের ঘোষণা দিয়ে রাজপথে নেই আ.লীগ

প্রায় মাসখানেক আগে থেকেই হরতাল ও অবরোধের ঘোষণা দিয়ে আসলেও কার্যত রাজপথেই নামেনি আওয়ামী লীগ। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার হরতালের ডাক দিয়েছিল দলটি। এই কর্মসূচি পালনে সারাদেশে নেতাকর্মীদেরও বারবার বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছিল। যদিও সোমবার (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে মুখ বেঁধে চোরাগুপ্তা মিছিল করে আবার হাওয়ায় মিলে যান দলটির নেতাকর্মীরা।

দলীয় নির্দেশনা অনুযায়ী ঘোষিত দিনের আগে মিছিল করলেও হরতালের দিনে রাজপথে নামেননি কেউই। সকাল থেকেই ঢাকাসহ সারাদেশে কোথাও হরতাল পালন করতে দেখা যায়নি দলটির নেতাকর্মীদের। 

সরেজমিন ঘুরে ও সড়ক সংলগ্ন ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, দিনের শুরু থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ছিল স্বাভাবিক। বরং বেলা বাড়ার সাথে সাথে নিত্যদিনের মতোই সড়কে যানজটও বাড়তে থাকে বলে জানিয়েছেন তারা। মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরেও যানজটের দেখা মেলে স্বাভাবিক সময়ের মতোই।

গুলিস্তান, পল্টন, শাহবাগ, সায়েন্সল্যাব, ফার্মগেট, মালিবাগ, বাড্ডা, কুড়িল কোথাও হরতাল পালনের খবর পাওয়া যায়নি। শুধু তাই নয়, ঢাকার বাইরে দেশের কোথাও হরতালের সমর্থনে সকাল থেকে এখন পর্যন্ত রাজপথে একটি মিছিলও বের করেনি দলটির নেতাকর্মীরা।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের প্রধান শেখ সাজ্জাত আলী সোমবার আওয়ামী লীগের হরতাল কর্মসূচি নিয়ে বলেছিলেন, আওয়ামী লীগের ডাকা হরতালে কিছু হবে না। তাই নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শও দিয়েছিলেন তিনি। তিনি হরতাল ঘিরে পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা আছে বলেও জানিয়েছিলেন। 

  • এনএমএম/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর