Logo

রাজনীতি

নেতাকর্মীসহ বিশিষ্টজনের সাথে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ২২:৩৩

নেতাকর্মীসহ বিশিষ্টজনের সাথে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটি নেতৃবৃন্দসহ বিশিষ্টজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

সোমবার (৩১ মার্চ) ৯টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

এ ছাড়াও বিএনপি ভাইস-চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর সভাপতি সাধারণ সম্পাদক অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর