Logo

বিএনপি

গ্রামীণ অর্থনীতি সক্রিয় করার অন্যতম উদ্যোক্তা জিয়াউর রহমান : সাদা দল

Icon

ঢাবি প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪

গ্রামীণ অর্থনীতি সক্রিয় করার অন্যতম উদ্যোক্তা জিয়াউর রহমান : সাদা দল

শহীদ জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতি সক্রিয় করার অন্যতম উদ্যোক্তা ছিলেন ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন ঢাকা বিশ্ববিদ‌্যালয় (ঢা‌বি) বিএন‌পিপন্থী শিক্ষক‌দের সংগঠন সাদা দ‌লের একা‌শের‌ নেতৃবৃন্দ। 

রোববার (১৯ জানুয়ারি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সাদাদলের এক বিবৃতি‌তে একথা বলা হয়।

বিবৃ‌তিতে গভীর শ্রদ্ধা নি‌বেদন ক‌রে সাদা দ‌লের নেতৃবৃন্দ ব‌লেন, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলীতে জন্মগ্রহণকারী মেজর জিয়াউর রহমান ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা নেতা, দেশপ্রেমিক সেনানায়ক এবং দক্ষ রাষ্ট্রনায়ক। তিনি জেড ফোর্সের প্রধান হিসেবে মুক্তিযুদ্ধে সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তার স্বাধীনতার ঘোষণা গোটা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করেছিল। যুদ্ধকালীন সময়ে তার বীরত্ব ও দূরদর্শিতা মুক্তিযুদ্ধে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

নেতৃবৃন্দ আরও বলেন, শহীদ জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতি সক্রিয় করার অন্যতম উদ্যোক্তা ছিলেন। রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দেশের অর্থনীতি পুনর্গঠনের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রচলন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং কৃষি, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে তার গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ আধুনিক বাংলাদেশের ভিত্তি গড়ে তোলে। তার ১৯ দফা কর্মসূচি জাতীয় উন্নয়নের রূপরেখা তৈরি করেছিল।

বিবৃতিতে আরও বলা হয়, 'জিয়াউর রহমান ছিলেন মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার বলিষ্ঠ আওয়াজের একজন অগ্রদূত। তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে নিরলস কাজ করে গেছেন।

শিক্ষক সমাজের জন্য তার অনুপ্রেরণাদায়ক ভূমিকার কথা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, তার রাষ্ট্র গঠনের দৃষ্টিভঙ্গি শিক্ষকদের নিজেদের ভূমিকা সঠিকভাবে পালনে অনুপ্রাণিত করেছে। তার সময়ে শিক্ষা ও গবেষণার উন্নতি জাতির অগ্রগতিতে বিশেষ ভূমিকা রেখেছিল।

বিবৃতিতে বলা হয়, শহীদ জিয়াউর রহমান তার সাদাসিধে জীবনধারা এবং দেশপ্রেমিক দৃষ্টিভঙ্গি দিয়ে জাতিকে একত্রিত করেছিলেন। তিনি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’র দর্শন প্রবর্তন করে জাতির ভেতরে ঐক্য, আত্মত্মপরিচয় এবং মর্যাদার বোধ জাগিয়ে তুলেছিলেন। তার জীবনাদর্শ এবং কর্মধারা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আলোকবর্তিকা হয়ে থাকবে।

সাদা দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তার নেতৃত্বের আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে আমরা একটি উন্নত, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাব। মহান এই নেতার প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম।

বিবৃতি প্রদানকারী শিক্ষকগণ হলেন- অধ্যাপক ড. সেলিম রেজা, ডিন, ফার্মেসি অনুষদ; অধ্যাপক ড. মোস্তফা আল মামুন, ইইই বিভাগ, অধ্যাপক ড. এমরান কাইয়ুম, রসায়ন বিভাগ, অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার, পদার্থবিজ্ঞান বিভাগ, অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ; অধ্যাপক ড. মো. শাহ এমরান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ প্রমুখ।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর