Logo

ক্যাম্পাস

শেখ পরিবারের নামে থাকা ২ হলের নতুন নাম ‘বিদ্রোহী’ ও ‘শিউলিমালা’

Icon

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৮:২২

শেখ পরিবারের নামে থাকা ২ হলের নতুন নাম ‘বিদ্রোহী’ ও ‘শিউলিমালা’

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিদ্রোহী’ ও ‘শিউলিমালা’।

শনিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান জানান, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৮৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ছাত্রদের জন্য ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী’ হল এবং ছাত্রীদের জন্য ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ হলের নাম পরিবর্তন করে ‘শিউলিমালা’ হল রাখা হয়েছে। এ ছাড়া একইদিনে বঙ্গবন্ধু স্কয়ারের নতুন নাম দেওয়া হয়েছে ‘জুলাই-২৪ স্কয়ার’।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে থাকা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও শেখ মুজিব হলের নামফলক ভেঙে ফেলেন। পরে ৫ ফেব্রুয়ারি বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ও ম্যুরাল অপসারণ করা হয়। শিক্ষার্থীদের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশেষে হল ও স্কয়ারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

  • সাইফুল ইসলাম/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর