Logo

ক্যাম্পাস

রমজান এলেই দ্রব্যমূল্য বেড়ে যায় : ইসলামী ছাত্র আন্দোলন

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ২২:৫৬

রমজান এলেই দ্রব্যমূল্য বেড়ে যায় : ইসলামী ছাত্র আন্দোলন

রমজান এলেই দ্রব্যমূল্য বেড়ে যায় বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর। শনিবার (১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে ইসলামী ছাত্র আন্দোলনের মাহে রমজানের র‍্যালিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘পবিত্র মাহে রমজান কুরআন নাজিলের মাস। শিক্ষার সর্বস্তরে এই মাসে কুরআন শিক্ষাকে বাধ্যতামূলক করুন। কুরআনের শিক্ষা না থাকায় সমাজে বিশৃঙ্খলা, হানাহানি, অস্থিরতা ও সহিংসতা তৈরি হচ্ছে। কুরআনের শিক্ষা থাকলে একটি শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে।’

ইউসুফ আহমাদ মানসুর বলেন, ‘রমজান আত্মশুদ্ধির মাস, আত্মগঠনের মাস, কুরআন নাজিলের মাস। এই মাসে মুমিনের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের সুসংবাদ রয়েছে। অথচ দুঃখজনকভাবে আমাদের দেশে রমজান আসলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেটের অরাজকতা ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ব্যয় প্রকট আকার ধারণ করে। এটি একটি চরম অনৈতিক ও অমানবিক প্রবণতা।’

‘রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে এবং কৃত্রিম সংকট তৈরি করা চক্রকে আইনের আওতায় আনতে সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। রমজানের পবিত্রতা রক্ষা করা শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়; এটি সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্বও।’

তিনি আরও বলেন, ‘যুবসমাজকে ইসলামী মূল্যবোধে গড়ে তোলা, সমাজে অপসংস্কৃতি ও মাদকমুক্ত পরিবেশ প্রতিষ্ঠা করাও ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। রমজানের শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্য-ন্যায়ের পতাকা সমুন্নত রাখতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের দ্বীন ও নৈতিকতার আলোকে প্রস্তুত করার পাশাপাশি সর্বদা ইসলামী মূল্যবোধ অক্ষুণ্ন রাখতে অঙ্গীকারবদ্ধ।’

সরকারকে উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানসহ যেকোনো ধর্মের মানুষের বিশ্বাসে আঘাত হানে, এমন বক্তব্য ও কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতে হবে। অপরাধ অনুযায়ী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর