গবেষণা বিনিময়ে শিক্ষার্থীদের নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে : ঢাবি উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ২০:০৬
-67c85a6d7b16b.jpg)
শিক্ষাব্যবস্থার উন্নয়নে গবেষণা সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ‘গবেষণা বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে। গবেষণার ক্ষেত্রে অভিজ্ঞতা ও তথ্য বিনিময় করলে দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আরও দৃঢ় হবে।’
বুধবার (৫ মার্চ) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ঢাবি উপাচার্য দেশের উচ্চশিক্ষার উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন। অধ্যাপক ড. নিয়াজ বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে। শুধু শিক্ষকরাই নন, শিক্ষার্থীরাও এতে উপকৃত হবে এবং নতুন নতুন উদ্ভাবনের সুযোগ সৃষ্টি হবে।’
গবেষণা সহযোগিতার পাশাপাশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক বাড়ানোর ওপরও তিনি জোর দেন। তিনি মনে করেন, শিক্ষা ও গবেষণায় বিনিময়মূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষক ও গবেষকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, অবকাঠামো ও পরিবেশ সম্পর্কে অবহিত হয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের প্রশংসা করেন। ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার সম্ভাবনা নিয়ে আশা প্রকাশ করেন।
আলোচনা সভায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
- সাইফুল ইসলাম/এমজে