Logo

ক্যাম্পাস

জবির ছাত্রী হলে ধীর গতির ইন্টারনেট, মধ্যরাতে বিক্ষোভ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৮:৫৭

জবির ছাত্রী হলে ধীর গতির ইন্টারনেট, মধ্যরাতে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি মাত্র ছাত্রী হলে নেটওয়ার্ক সমস্যা সমাধানের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন হলের নারী শিক্ষার্থীরা।

বুধবার (৫ মার্চ) রাত ১১টার দিকে স্লোগান দিতে দিতে হল থেকে ক্যাম্পাসের অভিমুখে রওনা হন তারা। এরপর তারা ক্যাম্পাসে এসে ভিসি ভবনের সামনে কিছুক্ষণ অবস্থান নিয়ে আবার হলে ফিরে যান। 

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ইন্টারনেট সমস্যায় ভুগছেন হলের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন রমজান মাস উপলক্ষে আগামী রোববার (৯ মার্চ) থেকে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে, বর্তমানে ধীর গতির ইন্টারনেট সংযোগের কারণে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করা সম্ভব নয়। ‎১৬ তলা বিশিষ্ট হলটিতে কিছু নির্দিষ্ট স্থানে ওয়াই-ফাই সুবিধা থাকলেও তা অত্যন্ত দুর্বল, ফলে শিক্ষার্থীরা ই-লাইব্রেরিসহ অনলাইন রিসোর্স থেকে বঞ্চিত। 

‎তারা আরও জানান, ওয়াই-ফাই সুবিধার সীমাবদ্ধতার কারণে তারা বাধ্য হয়ে নিজেদের খরচে ইন্টারনেট ব্যবহার করছেন, যা অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অংঙ্খা বলেন, ‘হলে কার্যকর ওয়াই-ফাই না থাকায় আমাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। ডাটা কিনে ইন্টারনেট ব্যবহার করা অত্যন্ত ব্যয়বহুল।’

‎ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঐশী বলেন, ‘নেটওয়ার্ক সমস্যা আমাদের জন্য বড় বাধা। পড়াশোনার জন্য অনেক তথ্য অনলাইনে খুঁজতে হয়, যা এই দুর্বল নেটওয়ার্কে সম্ভব নয়। দ্রুত নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে হবে।’

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমি নতুন নেটওয়ার্ক কোম্পানির সঙ্গে কথা বলেছি, তবে এখনো কোনো সুফল পাইনি। ছাত্রীদের বলব কিছুদিন ধৈর্য ধরতে।’

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর