ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. মনজুরুল হক

ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৪:৩৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক।
বুধবার (৫ মার্চ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এইচ এম আলী হাসানকে তার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদ থেকে ৫ মার্চ অপরাহ্ন থেকে অব্যাহতি দেওয়া হলো। তিনি তার মূল পদ উপ-পরিচালক (পরীক্ষা নিয়ন্ত্রক অফিস) পদে যোগদান করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল হককে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি বিধি মোতাবেক এ পদের সকল সুবিধা প্রাপ্ত হবেন।’
নতুন নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক বলেন, ‘আমার ২৬ বছরের শিক্ষাকালে কখনো পদ-পদবি নিয়ে ভাবিনি। সারা জীবন আমার মূল ভালোবাসা ছিল আমার ক্লাসরুম ও ছাত্রছাত্রী। মাননীয় ভাই চ্যান্সেলর স্যার আমাকে অনেক বিশ্বাস করে, ভালোবেসে এই পদটি দিয়েছেন। আমি আপ্রাণ চেষ্টা করব—আমার দায়িত্ব সৎ-নিষ্ঠার সাথে পালন করার।’
তিনি আরও বলেন, ‘আমি চেষ্টা করব প্রশাসনকে সবসময় সহযোগিতা করার, বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করার। বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্য যা যা করার প্রয়োজন, আমার দায়িত্বের মধ্যে আমি সেসব সহযোগিতা করব, ইনশাআল্লাহ। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সবার সৎ পরামর্শ গ্রহণ করার চেষ্টা করব।’
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রেজিস্ট্রার নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে রেজিস্ট্রার নিয়োগের দাবি জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের দাবির প্রেক্ষিতে পরিশেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে।
- মাসুম শাহরিয়ার/এমজে