আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে হিজবুত তাহরীর : আব্দুল কাদের

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ২২:১৮
-67cb1c6fe7ea4.jpg)
৫ আগস্টের পর বাকস্বাধীনতা ফিরে এলে এই সুযোগকে কাজে লাগিয়েছি একটি জঙ্গি গোষ্ঠী। তারা হলো হিজবুত তাহরীর। রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টার মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা আব্দুল কাদের।
শুক্রবার (৭ মার্চ) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, হিজবুত তাহরীর আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন চেষ্টা করছে। আমরা বলতে চাই, যারা শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবে, তাদেরকে আমরা এক হয়ে প্রতিহত করব। যাদের নীরবতার কারণে প্রকাশ্যে হিজবুত তাহরীর উগ্রবাদী মিছিল করছে, সেই সকল শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী মদদদাতাকে আইন আওতায় আনতে হবে। একই সঙ্গে যারা উগ্রবাদের মিছিল বের করেছিল, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।’
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাহিদ আহসান বলেন, ‘একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন সমাবেশের আগে মেট্রোরেলের পিলারেসহ বিভিন্ন জায়গায় তারা প্রচার-প্রচারণা চালিয়েছেন তারা। এতকিছুর পরও এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির বিরুদ্ধে এই আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থাই নেয়নি। পুলিশ জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের উপর গুলি চালাতে পারে। কিন্তু তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ব্যাপারে নীরব ভূমিকা পালন করে। এখন এই বিষয়টি ভাবার সময় এসেছে। হিজবুত তাহরীর যেই আকাঙ্ক্ষা পোষণ করতে চায়, তার সঙ্গে এদেশের মুসলমান, আলেম সমাজের কোন সম্পর্ক নেই। তারা দেশকে অস্থিতিশীল করে গণঅভ্যুত্থানকে বানচালের মাধ্যমে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সুবিধা দেয় এমন কর্মকাণ্ড কোনোভাবেই বাস্তবায়ন হতে দেব না।’
গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা সবসময়ই এই বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। আমরা বাংলাদেশকে সেই জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হতে দেবো। বায়তুল মোকাররমে যখন হিজবুত তাহরীর যখন মিছিল করছিল, তখন মনে হচ্ছিল পুলিশ তাদেরকে কোনো একটা রাজনৈতিক দল সামাজিক সমস্যা নিয়ে কর্মসূচি পালন করেছে, এভাবে ট্রিট করছিল। এই আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার কারণে তারা জমায়েত হতে পেরে মিছিল করতে পেরেছে। এর জবাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে এবং এই ব্যর্থতার দায় স্বীকার করতে হবে।
এমএমআই/এমএইচএস