নারীর জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করা আমাদের দায়িত্ব

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০১:৪১

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মোখলেছুর রহমান এক বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, নারীর জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করাই আমাদের অন্যতম দায়িত্ব।
বার্তায় বলা হয়েছে, ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস—সমতা, মর্যাদা ও নিরাপত্তার প্রতিশ্রুতির দিন। এক প্রগতিশীল সমাজ গঠনে নারীর ভূমিকা অপরিসীম, আর নারীর জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করাই আমাদের অন্যতম দায়িত্ব।
এতে আরও বলা হয়, বাঙলা কলেজ ছাত্রদল বিশ্বাস করে, ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা ও স্বাধীন চলাচল নিশ্চিত না হলে শিক্ষার প্রকৃত মান বজায় রাখা সম্ভব নয়। তাই, আমরা সবসময় নারীদের যে কোনো সমস্যায় পাশে থাকার অঙ্গীকার করি এবং যেকোনো ধরনের হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত। ছাত্রদল দৃঢ়ভাবে অঙ্গীকার করে, নারীর প্রতি সর্বোচ্চ সম্মান ও ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকব।
শিক্ষা ও নেতৃত্বের প্রতিটি ক্ষেত্রে নারীরা যাতে তাদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে আমরা সচেষ্ট। সমান সুযোগ, নিরাপত্তা ও সম্মানের ভিত্তিতে এক আধুনিক শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে ছাত্রদল নিরলস কাজ করে যাবে। গণতন্ত্রের ভিত্তি নারীর সম্মান ও সমান অধিকার বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।