ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে বুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৩:৫৫

দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) -এর শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
রোববার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষণের দ্রুত বিচার এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যা সমাজকে আরও অনিরাপদ করে তুলছে। তারা দ্রুত ধর্ষণের শাস্তি কার্যকর করতে আইন সংশোধনের দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। কিন্তু আজ নারীরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নন। মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। আমরা চাই, এসব অপরাধের দ্রুত বিচার হোক এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
শিক্ষার্থীরা ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান এবং সরকারকে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।