ধর্ষণের বিরুদ্ধে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৬:৫৭

দেশব্যাপী ধর্ষণ এবং নারী ও শিশু নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ধর্ষণের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকের ঠাঁই নাই এই বাংলায়’, ‘দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, ‘ধর্ষকদের ফাঁসি চাই’— ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা বলেন, আমরা আছিয়ার মতো অসংখ্য নির্যাতিতার কথা জানি, আবার অনেক ঘটনা ধামাচাপা পড়ে যায়। ধর্ষণের ঘটনায় দীর্ঘসূত্রিতা এবং অপরাধীদের শাস্তির অভাবে এই নৃশংসতা বাড়ছে। আমরা চাই দ্রুততম সময়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী নির্যাতন বন্ধ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
মো. সাইফুল ইসলাম/এটিআর