Logo

ক্যাম্পাস

সারাদেশে চলমান ধর্ষণ-নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে জাবিতে দিনব্যাপী বিক্ষোভ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৯:৫৭

সারাদেশে চলমান ধর্ষণ-নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে জাবিতে দিনব্যাপী বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও শিক্ষকরা দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনার প্রতিবাদে আজ দিনব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ইউনিভার্সিটি টিচার্স’ নেটওয়ার্ক ব্যানারে একদল শিক্ষক মানববন্ধন করেন। এতে নৃবিজ্ঞান, চারুকলা ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী সংহতি জানিয়ে অংশ নেন। বক্তারা ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচারের আহ্বান জানান।

এ সময় জাবির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, ধর্ষণ ও হত্যার ঘটনা ভয়াবহভাবে বেড়েছে। জাবি সবসময় এসব ঘটনার প্রতিবাদ করেছে এবং আজও করছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে সরকারের কার্যকর পদক্ষেপ চাই। ব্যর্থ হলে তাদের ক্ষমতা ছাড়তে হবে।

এদিকে, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন। দুপুর ১:৩০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা মানববন্ধন করেন। 

বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা খানম বলেন, একজন নারী হিসেবে আমি এসব ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার। মাগুরায় একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে, গাজীপুরে গত রাতে আরেকটি ঘটনা ঘটেছে। এখন কেউই নিরাপদ নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।

বিকেল ৩:৩০টায় ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ ব্যানারে আরেকটি মানববন্ধন হয়। এতে জাহাঙ্গীরনগর থিয়েটারের মেহের আফরোজ শাওলীকে মুখপাত্র করে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এরপর বিকেল ৪:০০টায় গণতান্ত্রিক ছাত্র সংসদ মুখে লাল কাপড় বেঁধে নীরব মিছিল বের করে, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে, মাঝরাতে শিক্ষার্থীরা যান চলাচল ব্যাহত করে ৩০ মিনিট ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।

বিএইচ/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর